September 10, 2024, 7:32 am
ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ পদযাত্রা’র নামে বিএনপি- জামাতের সন্ত্রাস সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় ময়মনসিংহ ফুলবাড়ীয়া রবিবার ১৯ (ফেব্রæয়ারি) বিকালে উপজেলা সদরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বর হইতে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল কদ্দুছ, উপজেলা আওয়ামী সহ-সভাপতি ও পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মাছুদ আলম লিটন, ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নজরুল ইসলাম, উপজেলা তাতী লীগের সভাপতি চান মিয়া, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা সাইফুল আলম কাজল, আব্দুর রাজ্জাক আলী, মফিজ উদ্দীন,মুঞ্জু মেম্বার,মাহবুবুল আলম ছোটন প্রমূখ। সঞ্চালনা করেন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুরুল হক রাসেল।