November 12, 2024, 11:56 pm
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
দেবাদিদেব মহাদেব বাবা ভোলানাথের শ্রী শ্রী মহা শিব চতুর্দশী পূজা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা শ্রী শ্রী কেন্দ্রীয় মহাশ্মশান ও শিব মন্দির প্রাঙ্গণে চতুস্প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও বিভিন্ন মাঙ্গলিক পূজা ২০২৩ শুরু হয় গতকাল থেকে।
বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় মহাশ্মশান ও শিব মন্দির পরিচালনা কমিটির ২০২৩ এর আয়োজনে বিশ্বশান্তি কল্পে চতুস্প্রহরব্যাপী ১৮ ও ১৯ ফেব্রুয়ারী শনিবার ও রবিবার এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে।
এই ধর্মানুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীসহ জাতি, ধর্ম নির্বিশেষে সকল বয়সের সহস্রাধিক লোকের সমাগম ঘটে। কীর্তনের সময় যতই শেষ হয়ে আসে ততই বাড়তে থাকে ভক্ত ও দর্শকদের সংখ্যা। ভক্তদের ভিড়ে কানায় কানায় জমে উঠে মহাশ্মশান ও শিব মন্দির প্রাঙ্গণ।
মহানামযজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি পূর্ণ আচার্য্য জানান, কলিযুগে জীবের দু:খ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। এটাই সনাতন ধর্মের সার সিদ্ধান্ত। তাই কলির কড়াল গ্রাস থেকে নিষ্কৃতি লাভ করতে ভগবান এর এই মহানাম সংকীর্তন এর আয়োজন করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলো পানছড়ি বাজার দেবালয় পরিচালনা কমিটি,শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম কমিটি, সনাতন সমাজ কল্যাণ পরিষদ, সনাতন ছাত্র -যুব পরিষদ, পানছড়ি সনাতনী সমাজ।