June 13, 2025, 12:43 am
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০ শে ফেব্রুয়ারী ২০২৩ উপলক্ষে উপজেলা অবতিকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল,অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় খাগড়াছড়ির পানছড়িতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।
এ উপলক্ষে রবিবার (১৯ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় পানছড়ি উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তাদের নিয়ে অবতিকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা.সুমেন চাকমা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, অফিসার ইনচার্জ হারুনর রশীদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ত্রিরণা চাকমা,পরিবার পরিকল্পনা পরিদর্শক বাবুল মিয়া, সাংবাদিক বৃন্দসহ প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে ডাঃঅনুতোষ চাকমা জানান, পানছড়িতে সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ১০৯ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এ সাথে শিশুকে শালদুধ খাওয়ানোসহ স্বাস্থ্য বার্তাসমূহ প্রচার করা হবে। ৬ মাস থেকে পাঁচ বছর পর্যন্ত যেহেতু শিশুদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানো যায় না তাই এ সময়টাতে সম্পূরক ভিটামিন হিসেবে এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। এতে করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।এই ভিটামিন ক্যাপসুল নিয়ে তিনি জনজীবনে আতঙ্ক ও গুজব সৃষ্টি থেকে জনসাধারণকে সচেতন করতে এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন।