September 10, 2024, 5:39 pm
মোঃ কাউছার উদ্দীন শরীফ ঈদগাঁওঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগড়-বাইশারী সড়কে দু’যুবকের অপহরণের ঘটনায় সুমন প্রকাশ সালেক ৩৫ নামে অপহরণকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি দেশীতৈরী অস্ত্র ও তাদের ব্যবহৃরিত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
রবিবার ১৯ ফেব্রুয়ারী রাত ৩ টার দিকে ঈদগাঁও ইউনিয়নের তেতুলতলী এলাকায় থানার পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।আটককৃত যুবক ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়া এলাকার মৃত গফুর প্রকাশ মদ গফুরের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম কবিরের নির্দেশনায় এস আই গোলাম মহি উদ্দীনের নের্তৃত্বে এস আই মোঃ জুয়েল সরকার এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন,এসআই মোঃ নোমান সিদ্দিকী এসআই মোঃ সফিকুল ইসলাম,এএস আই মোঃ আব্দুর রহিম এএসআই (নিঃ) মোঃ আব্দুর রশিদ,এএস আই রাসেল কাজী এএস আই (নিঃ) মোঃ শামশুল ইসলাম,এএসআই মোঃ নাজির হোসেন,এএসআই মোঃ রাকিব হোসাইন সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা বর্ণিত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম কবির বলেন,বাইশারী এলাকার দু’যুবক অপহরণের ঘটনায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার অপর সহযোগীরা পালিয়ে যায় অন্য পলাতক আসামিদের গ্রেফতার করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।