June 21, 2025, 8:34 am
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ দৈনিক যুগান্তর দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে পাবনার সুজানগরে কোমলমতি শিশুদের নিয়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার এ ব্যতিক্রম আয়োজন করা হয়। এসময় কেক কেটে আনন্দ-উল্লাসে মেতে ওঠে কোমলমতি শিশুরা। পরে যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চুর স ালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা এম এ আলিম রিপন। অনুষ্ঠানে আ.লীগ নেতা আব্দুল জলিল বিশ্বাস, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ শাহজাহান আলী, আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সানজিদা ইয়াসমিন টুম্পা, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আসলাম উদ্দিন, সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন,যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম.মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী মাসুদ ও মো. রাকিবুল ইসলাম, মাকসুদুর রহমান, পৌর কাউন্সিলর জায়দুল হক, কানাডা প্রবাসী জাহিদুল ইসলাম জাহিদ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত কুমার কুন্ডু, স্বজন সমাবেশের ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন,প্রচার-প্রকাশনা সম্পাদক শাহীনুর রহমান শাহীন, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম যাদু, সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পাঠচক্র সম্পাদক আলামিন শেখ, আব্দুস সবুরসহ স্বজন সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, জীবন বাজি রেখে দেশপ্রেমে আকৃষ্ট হয়ে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের ত্যাগ জাতি কখনো ভুলবে না। তার রেখে যাওয়া যমুনা গ্রুপ, যুগান্তর লাখো মানুষের কর্মসংস্থান করে গেছেন তা আজীবন এ দেশের মানুষ মনে রাখবে। এ ছাড়া তিনি আরো বলেন,দীর্ঘ ২৩ বছর ধরে আপসহীনভাবে পথ চলে এ পর্যায়ে পৌঁছতে পেরেছে দৈনিক যুগান্তর। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নির্যাতিত মানুষের পাশে থাকবে বলে প্রত্যাশা রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন,‘সত্যের সন্ধানে নির্ভীক’ স্লোগানে দৈনিক যুগান্তর দুই যুগের অভিযাত্রায় বি ত মানুষের মুখপত্র হিসেবে অন্যায়, অবিচার, অনিয়মসহ নানা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। সত্য প্রকাশে অবিচল থেকেছে। ফলে শুরু থেকেই যুগান্তর পাঠকের অন্তর জুড়ে ঠাঁই করে নিয়েছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।