September 15, 2024, 12:50 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির খুলনার পাইকগাছা উপজেলা কমিটির পরিচিত সভা ও গ্রাম ডাক্তার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
মুখ্য আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, বাংলাদেশ কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ঠ সমিতির পাইকগাছা-কয়রার সমন্বয়কারী প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, কেমিষ্ঠ সমিতির উপজেলা সাধারন সম্পাদক কাজী মিজানুর হোসেন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম
উদ্দীন আহমেদ, সহ-সভাপতি আব্দুল আজিজ ও যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সাধারন সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শংকর কুমার দেবনাথ, মোঃ মিজানুর রহমান, পুর্ণ চন্দ্র মন্ডল, জয়দেব কৃষ্ণ রায়, গোবিন্দ লাল মন্ডল, মৃত্যুঞ্জয় মন্ডল, নিজামুল হক, মানষ কুমার মন্ডল, বাসুদেব রায়, লতিফুর রহমান, ইয়াছিন আলী, নিরাঞ্জন মল্লিক, মনোরঞ্জন রায়, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, পীযুষ কান্তি সানা, নরেন্দ্র নাথ রায়, বাসুদেব কবিরাজ, পবিত্র সরকার, আঃ করিম মোড়ল, মোঃ শফিকুল ইসলাম, আাঃ গণি প্রমুখ। আলোচনা সভা পুর্বে একটি বণ্যাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।