September 18, 2024, 9:10 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাদী হয়ে ওই ব্যবসায়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আগৈলঝাড়া
থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম নতুন বাজার পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ উপজেলার বাইপাস সড়কে দ্বায়িত্ব পালনকালে মাদক কেনা-বেচার গোপন সংবাদ পেয়ে এসআই তারিকুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের করিম মোল্লার বসত ঘরের সামনে অভিযানের সময়ে পুলিশের টের পেয়ে এক মাদক ব্যবসায়ি পালিয়ে গেলেও করিম মোল্লার ছেলে মাদক ব্যবসায়ি এমরান মোল্লাকে (২৪) ২০পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত এমরান মোল্লার বিরুদ্ধে এসআই তারিকুল ইসলাম বাদী হয়ে ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে মামলা নং-৫(১৬.২.২৩)। বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।