September 20, 2024, 12:52 am
আরিফুর রহমান,
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর দক্ষিন মহিষেরচর শিকদার বাড়ি সংলগ্ন চাঁদা না দেয়ায় তোতা মুন্সী,র(৬৫) বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে যানা যায়, গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১১টা ৫০ ঘটিকার সময় ১, মোঃ আলী(৪০) ২,জসিম খান(৪০) ৩,মনজুরুল ইসলাম লিটন নপ্তি (৪৫) ৪, এসকান খান (৫৭)সহ প্রায় ১৬ জন রামদা সেনদা লোহার রট,লোহার হাতুড়ি ইত্যাদি মারাত্বক প্রাননাশক অষ্রাদি সহকারে বেয়াইনী জনতা বদ্ধে বসত বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে, চাদা না দেওয়ায় হামলা,ভাংচুর ও লুটপাট করার অভিযোগ করেন ভুক্তভুগী পরিবার।
ভুক্তভুগী তোতা মুন্সী বলেন, আমার বাড়িতে ডুকে এলাকার প্রভাবশালী মো: আলীর নেতৃত্বে প্রায় ১৬ জন নিয়ে রামদা সেনদা লোহার রট,লোহার হাতুড়ি ইত্যাদি মারাত্বক প্রাননাশক অস্রাদি নিয়ে বেয়াইনী জনতা বদ্ধে বসত বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাদের উপর হামলা,ভাংচুর ও লুটপাট করে স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে যায়। এদিষয়ে আমি মাদারীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছি। আমি এর সূষ্ঠ বিচার চাই।
অভিযুক্ত মোহাম্মদ আলী খানের কাছে জানতে চাইলে তিনি বলেন,তাদের নিজের ঘর, টিন,বাউন্ডারী সবকিছু ভেঙ্গে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করতেছে। সবকিছু বানোয়াট ও মিথ্যা।
এবিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন,এবিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।