July 7, 2025, 5:57 pm
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে ৬ জন অস্বচ্ছল
বীর মুক্তিযোদ্ধার হাতে বীর নিবাসের (ঘর) চাবি তুলে দেয়া হয়েছে। গতকাল ১৫ ফেব্রুয়ারী বুধবার উপজেলা হলঘরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ও কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ প্রমুখ।
জানা গেছে, উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধারা পাচ্ছেন একটি করে নতুন পাকা বাড়ি। বাড়ির নাম রাখা হয়েছে বীর নিবাস। বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিবর্ষে কেউ গৃহহীন থাকবে না সরকারের প্রতিশ্রুতির আলোকে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিরসনে এই প্রকল্প হাতে নিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় এই প্রকল্প বাস্তবায়ন করছে। এপ্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধাদের নিজস্ব ভিটায় পাকা দুটি বেডরুম,দুটি টয়লেট, একটি কিচেন, একটি ডাইনিং রুম ও একটি ড্রয়িং রুম থাকছে। একতলা বাড়িটির আয়তন হবে ৬৩৫ বর্গফুট। প্রতিটি আবাসন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। তানোরের তানোর পৌরসভায় ১টি, মুন্ডুমালা পৌরসভায় ১টি, চাঁন্দুড়িয়া ইউপিতে ২টি ও সরনজাই ইউপিতে ২টি বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, বীর নিবাস নির্মাণ কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয়েছেে।
তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা-বীরঙ্গনা-শহীদ বীর মুক্তিযোদ্ধা-প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ এবং উপহার হিসেবে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। #