September 9, 2024, 6:27 pm
মোঃ সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহি পলাশতলী আমিরাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
বুধবার (১৫ ফেব্রæয়ারি) বিকাল ২টায় পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ে মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি এ.কে.এম সায়ফুল ইসলাম (কাজল)-এর সভাপতিত্বে প্রধান অতিথি ভালুকজান ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বক্তব্যে বলেন, খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম। এ সময় পলাশতলী আমিরাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মোহাম্মদ জিয়া উল (শাহিন), ধুরধুরিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ আবু ছাইম মোঃ মোতাছিম বিল্লাহ, পলাশতলী বাজার শিশু-কিশোর একাডেমীর অধ্যক্ষ সুরুজ্জামান, রীব মুক্তিযোদ্ধা জমশেদ আলী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন অত্র মাদ্রাসা শিক্ষক মাহমুদুল হাসান রাজা ও মাওলানা মোঃ নাজিম উদ্দিন, মাঠ অধিনায়ক আঃ রশিদ ক্রীড়া শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।