September 10, 2024, 5:38 pm
বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের মহিউদ্দিনের পুত্র ইব্রাহিম আলী সাবেক দিনাজপুর জেলা বর্তমানে পঞ্চগড় স্বাধীনতা যুদ্ধের ৫১ বছর পেরিয়ে গেল ইব্রাহিম আলী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্বাধীনতা সংগ্রামের সনদপত্র পায় যাহার সা; নং ১২৪৫৭ ইব্রাহিম আলী পেশায় একজন শিক্ষক ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে স্বাধীনতার খেতাব পাওয়ার জন্য ফাইল নিয়ে ঘুরতে ঘুরতে এক সময় এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় পরকালের বাসিন্দা হন।
পরবর্তীতে তার বিধবা স্ত্রী ও একমাত্র ছেলে তুহিন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ঘুরতে ঘুরতে অবসন্ন ক্লান্ত প্রায়।
মুক্তিযোদ্ধা ইব্রাহিমের ছেলে তুহিন জানান আমরা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্বরাষ্ট্র সচিব ও আঞ্চলিক অধিনায়কের স্বাধীনতা সংগ্রামের সনদপত্রের ফটোকপি ্জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন এর ফটোকপি থানা কমান্ডার কর্তৃক প্রত্যায়ন পত্রের ফটোকপি এবং নিজ জেলার জাতীয় সংসদ সদস্যের ডিও / সুপারিশ প্রত্যয়ন পত্র বয়স প্রমাণের জন্য এস এস , সি সনদের ফটোকপি সকল সনদের ফটোকপি এবং সকল প্রকার নিয়ম মেনে চলার পরেও আমার বাবার গেজেট হয়নি বা এখনো হচ্ছে না কি কারনে তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন আমার মা বর্তমান খুব অসুস্থ আমার বাবা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেও বীর মুক্তিযোদ্ধার খেতাব সনদ দেখে যেতে পারে নাই।
বর্তমানে মানে দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই তাই আমার অসুস্থ মা মৃত্যুর আগে যাতে স্বামীর বীর মুক্তিযোদ্ধার সনদ এর গেজেটটি দেখে যাতে মরতে পারে। এটাই আমাদের একমাত্র শেষ নিবেদন।