September 9, 2024, 5:50 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে অবসরপ্রাপ্ত কাস্টম পরিবার, ঢাকার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের প্রতিষ্ঠাতা মঞ্জুর হাসান আসাদের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় সংগঠনের নবনির্বাচিত সভাপতি এম আর খান, সহসভাপতি এনায়েত হোসেন, আব্দুল হাকিম, গোলাম কিবরিয়া,মাহবুবুর রহমান সহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।এসময় নেতৃবৃন্দের পরিবারবর্গও উপস্থিত ছিলেন।
পরে তারা জাতির পিতার সমাধি সৌধের বিভিন্ন স্থাপনা ও জাতির পিতার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান ঘুরে দেখেন। #