September 10, 2024, 4:45 pm
নিজস্ব প্রতিনিধিঃ পটিয়া উপজেলার
দক্ষিণ আশিয়া ফুটবল ক্লাব কতৃক আয়োজিত গতকাল বিকালে ৩য় বারের মতো অলম্পিক ফুটবল টুনার্মেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দীন, উদ্বোধক ছিলেন আশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর চৌধুরী, প্রধান বক্তা ছিলেন আশিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুল আলম চৌধুরী, বিশেষ
অতিথি ছিলেন আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল হক এজাজ,
মোহাম্মদ এরশাদ, সহসভাপতি আশিয়া ইউনিয়ন যুবলীগ, মোহাম্মদ কামাল,মোহাম্মদ ফারুক যুগ্ম সম্পাদক আশিয়া ইউনিয়ন যুবলীগ মোহাম্মদ ফোরকান সাংগঠনিক সম্পাদক আশিয়া ইউনিয়ন যুবলীগ মোহাম্মদ গালিব চৌধুরী ও আব্দুর রহিম সাবেক যুগ্ম আহবায়ক আশিয়া ইউনিয়ন ছাত্রলীগ মোহাম্মদ শাহাজান ও মোহাম্মদ জাঙ্গীর সহ সম্পাদক আশিয়া ইউনিয়ন যুবলীগ প্রবাসী শাহাদাত হোসেন শেরু মোহাম্মদ মহিউদ্দিন কামরুল হাসান সোহান।। ফুটবল আয়োজক নেতৃবৃন্দ সাজ্জাদ শেখ, হৃদয়,ছগির,ইরফান,ওমান,সালাউদ্দীন,ইমতিয়াজ, রিফাত,সিফাত,রিয়াত দুইদল দক্ষিণ আশিয়া বন্ধন একতা সংঘ ও আশিয়া মল্লাপাড়া আহমদ শাহ স্মৃতি সংঘ,,আহমদ শাহ স্মৃতি সংঘ খেলায় (৩-2) গোলে জয় লাভ করেন। ম্যান অব দ্যা ম্যাচ বিজয় দলের খেলোয়াড় মোঃ হৃদয়
খেলায় প্রধান অথিতি বলেন ক্রীড়াই শক্তি ক্রীড়াই মুক্তি খেলা ধুলার মধ্যে দিয়ে যুব সমাজকে নেশা কিশোরগ্যাং মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।।