September 18, 2024, 8:02 am
রিপন ওঝা,মহালছড়ি
সারাদেশের ন্যায় প্রকাশিত ফলাফলে খাগড়াছড়ি জেলার মহালছড়িতেও এইচএসসি পরীক্ষার ফলাফলে সরকারি কলেজের পাশের হার ৫৪.৯৮ শতাংশ। মহালছড়ি সরকারি কলেজের জিপিএ-৫ কেউই পায় নি।
৮ফেব্রুয়ারি/২২ রোজ বুধবার সারাদেশের ন্যায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত যে, মহালছড়ি সরকারি কলেজ কেন্দ্রের অধীনে বিজ্ঞান-ব্যবসায়-মানবিক শাখায়-৩৯১ জন। ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি(ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১ম বর্ষ হতে ২০৪ জন, ২য় বর্ষ হতে ১৭৪ জন পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা।
উক্ত ফলাফলে ভবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীগণ পরীক্ষায় মোটামুটি ফলাফল অর্জন করেছে। তবে ব্যবসায় ও মানবিক বিভাগের শিক্ষার্থীগণ যথাযথ ক্লাসে পাঠদানসহ উপস্থিতি কম থাকায় কাঙ্কিত ফলাফল অর্জিত হয় নি।
তবে মহালছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম চৌধুরী নিজ কর্মগুণে প্রতিটি শ্রেণিকক্ষে সকল শিক্ষার্থীদের সহ প্রভাষকদের পাঠদানের বিষয়ে সমন্বয়ের সামগ্রিক সহযোগিতা প্রদানে সর্বদা চেষ্টা করে থাকেন।
তবে একটি বিষয় লক্ষ্মনীয় যে, মহালছড়ি উপজেলা হতে যে সব শিক্ষার্থীগণ জেলায় বা অন্য উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল তাদের মধ্যে অনেকেই জিপিএ গোল্ডেন -৫পেয়েছে।