September 10, 2024, 5:20 pm
মোঃ রাসেল সরকার:
আদালতের আদেশক্রমে বাংলাদেশ ইলেকট্রিক্যাল কেবল ম্যানুফ্যাকচার এসোসিয়েশনের ২০২৩-২৪ মেয়াদের নির্বাচন কার্যক্রম স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ৭ফেব্রুয়ারি-২০২৩ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুবর্ণা সরকার স্বাক্ষরিত ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০১৯.১৫.৩৪ নং স্মারকমুলে এই আদেশ প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বাংলাদেশ ইলেকট্রিকাল ক্যাবলস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের উপর বানিজ্য সংগঠন ম্যানুয়েল-১৯৬১ এর ১০ ধারার পুরোপুরি লঙ্গণ সহ তথ্য গোপন করে ২৮জানুয়ারী-২০২০ তারিখে প্রশাসক নিয়োগ করে বানিজ্য মন্ত্রনালয়। নিয়োগকৃত প্রশাসক এসোসিয়েশনের ১৫৪ জন সদ্যসের মধ্যে হতে মাত্র ১৮জন সদস্যদের একটি ভোটার তালিকা সৃজনের মাধ্যমে ২০২১/২২ মেয়াদের জন্য ২১টি পদে নির্বাচন করার কার্যক্রম পরিচালনা করেন এবং নির্বাচনের ঘোষিত তপছিল অনুযায়ী ২০ফেব্রুয়ারী-২০২১ তারিখে ভোট গ্রহনের পরিবর্তে ৩১জানুয়ারী-২০২১ তারিখে উক্ত ১৮জনকেই পরিচালক পদে সিলেকশন করে তৎমধ্যে এবিএম এরশাদ হোসেনকে সভাপতি বানিয়ে দেন। এসময় এসোসিয়েশনের ৫০জন সদস্য সম্মিলিতভাবে সদস্য রিয়াদ হোসেনের নেতৃত্বে প্রশাসকের ভুয়া নির্বাচিত এরশাদ কমিটি বাতিল সহ তাদের ২০১৯/২১ মেয়াদের কমিটি বহাল রাখার জন্য ২৪ফেব্রুয়ারী-২০২১ তারিখে একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘ দিন অপেক্ষার পর কোন প্রতিকার না পেয়ে আবারো অভিযোগ দায়ের করেন। ফলে উক্ত অভিযোগের আলোকে দীর্ঘ ১৬মাস পরে অর্থাৎ ২৩আগষ্ট-২০২২ তারিখে মন্ত্রনালয় একটি শুনানী গ্রহন করেন। তবে শুনানীর কোন আদেশ বা সিদ্ধান্ত এখন পর্যন্ত বাদীকে প্রদান করা হয় নাই। এদিকে এসোসিয়েশনের অভিযুক্ত অবৈধ কমিটি ২০২৩/২৪ মেয়াদের কমিটির জন্য নির্বাচন তফসিল ঘোষনা করায় উক্ত নির্বাচন কার্যক্রম স্থগিতকরনের জন্য ৩০আগষ্ট-২০২২ তারিখে রিয়াদ হোসেন আবারো একটি অভিযোগ দায়ের করেন। তাতেও কোন প্রতিকার মিলে না। ৯ফেব্রুয়ারী-২০২৩ তারিখে উক্ত নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনেও এসোসিয়েশনের গঠনতন্ত্র লঙ্গন করে ৬৪ জনকে নতুন সদস্য পদ প্রদান পূর্বক ভোটার তালিকায় অন্তভুক্ত করা হয়েছে। রিয়াদ হোসেন এসব বিষয় উল্লেখপূর্বক ২২জানুয়ারী-২০২৩ তারিখে সচিব বরাবর আবারো একটি অভিযোগ দায়ের করেন। এতেও কোন প্রতিকার না পেয়ে তিনি ৩০জানুয়ারী-২০২৩ তারিখে মহামান্য আদালতে একটি রীট পিটিশন মামলা নং-১১৪৯/২০২৩ দায়ের করিলে আদালত ১মাসে মধ্যে আমার এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য সচিবকে আদেশ প্রদান করেন। ৩১জানুয়ারী-২০২৩ তারিখে মামলার আইনজীবি কর্তৃক আদেশের কপি সচিবের দপ্তরে জমা দেয়া হয় এবং ৫ফেব্রুয়ারী-২০২৩ তারিখে আবারো মামলার আদেশ কপি জমা দেয়া হয়। এরই ফলে মন্ত্রনালয় ৭ফেব্রুয়ারি-২০২৩ তারিখে বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবলস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকে ৯ফেব্রুয়ারী-২০২৩ তারিখের অনুষ্ঠেয় ২০২৩-২৪ মেয়াদের নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রাখার নিদেশ প্রদান করে।