September 17, 2024, 2:33 pm
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
অদ্য (০৮ ফেব্রুয়ারি/২০২৩ খ্রিঃ) ড্রিল সেড, পুলিশ ২০২৩নীলফামারীতে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিএমপি, ঢাকার আয়োজনে ও জেলা পুলিশ নীলফামারীর সহযোগিতায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও ২০২৩ অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃক “উগ্রবাদ প্রতিরোধে শিক্ষক, ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর মোঃ দিদারুল ইসলাম, অধ্যক্ষ, নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী। সভাপতিত্ব করেন জনাব মোঃ আমিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী। এসময় প্রধান অতিথি ও সভাপতি মহোদয় উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা করেন এবং উগ্রবাদ জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম প্রতিরোধে করণীয় বর্জনীয়সহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। তিনি উগ্রবাদ প্রতিরোধে করনীয় এবং সাইবার ক্রাইম বিষয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ অহিদুল হক ,সহকারী অধ্যাপক, নীলফামার সরকারি কলেজ, নীলফামারী। জনাব জুয়েল মিয়া, সহকারী অধ্যাপক, নীলফামার সরকারি কলেজ নীলফামারী। এছাড়া নীলফামারী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী সরকারি মহিলা কলেজ, মশিউর রহমান ডিগ্রী কলেজ ও পুলিশ লাইন্স একাডেমী নীলফামারীর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।