September 17, 2024, 4:22 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
আগামী ৪ মার্চ পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহ ছিকন খলিফা (রাঃ) বার্ষিক ওরশ শরীফ ও হযরত ছিকন খলিফা সিদ্দিক আহমদ দাখিল মাদ্রাসার বার্ষিক সভার প্রস্তুতি সভা শুক্রবার বাদে এশা মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসাার প্রতিষ্টাতা ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।প্রধান বক্তা ছিলেন ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রশিদ দৌলতি,বিশেষ অতিথি ছিলেন ওরশ পরিচালনা কমিটির সদস্য হাজী আবদুর রশিদ সিকদার,নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম সওদাগর,মেম্বার সাইফুল আলম, মামুন শিকদার,জাহাঙ্গীর কামাল,মোতাহেরুল ইসলাম,
মাওলানা শরিফুল্লাহ আশিকি,মাষ্টার আলী আকবর, নুর আহম্মদ এম এ রুবেল সহ ওরশ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।