September 15, 2024, 12:20 am
মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগগর সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে জন্ম, মৃত্যু ও রাত্রিকালীন দায়িত্বপালনের তথ্য সংগ্রহ করতে গ্রাম পুলিশের মাঝে নোটবুক বিতরণ করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে এই নোটবুক বিতরণ করা হয়। এসব নোটবুক বিতরণ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম।
এসময় ইউপি সচিব মোঃ সাহাদত হোসেন, ইউপি সদস্য মিন্টু কামালসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
জানা যায়, অত্র ইউনিয়নের জন্ম ও মৃত্যুর তথ্য সংগ্রহের সুবিধার্থে এবং রাত্রিকালীন গ্রামের বিভিন্ন সমস্যাসহ চুরি হওয়ার আশঙ্কা ঠেকাতে এই উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান রবিউল ইসলাম। ইউনিয়নের ৯টি ওয়ার্র্ডে ৯জন গ্রামপুলিশ ও একজন দফাদারসহ প্রত্যেককে ৩টি করে নোটবুক দেয়া হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এর সঙ্গে গ্রামপুলিশের দায়িত্বতা যোগ করে তিনি এই উদ্যোগ নিয়েছেন।
মুুহম্মদ তরিকুল ইসলাম।।