September 9, 2024, 7:21 pm
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —
লালমনিরহাট জোলার আদিতমারী উপজেলার ভাদাই পশ্চিম পাড়ায় তিস্তা পাড়ের শীতার্তদের মাঝে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় ও জেলা কমিটির কম্বল বিতরণ করা হয়। গতকাল ৪ ফেব্রুয়ারি শনিবার এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট সমাজকর্মী সাহিত্যিক সাংবাদিক শিক্ষানুরাগী জয়িতা নাসরিন নাজ, সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও লেখক ডাঃ নাজিরা পারভীন টপি, সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ছড়াকার সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিক তুহিন, রংপুর জেলা কমিটির সভাপতি বিশিষ্ট ছড়াকার প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, জেলা কমিটির সহসভাপতি বিশিষ্ট লেখক এটিএম মোর্শেদ, সদস্য জুলফিকার আরাফাত পরশ প্রমুখ।
উল্লেখ্য প্রতিবছরের ন্যায় এবছর তিস্তা নদীর কোল ঘেঁষে আদিতমারী উপজেলার শীতার্তদের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।