September 18, 2024, 8:15 am
রিপন ওঝা,মহালছড়ি।
মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের মিলনপুর বনবিহারে এক দিন ব্যাপি মহা পুর্ণ্যানুষ্ঠান এই উৎসব উৎযাপিত অনুষ্ঠিত হয়েছে।
মহালছড়ি উপজেলা ২নং মুবাছড়ি ইউনিয়নে মিলনপুর বনবিহারে আজ ০৩ই ফেব্রয়ারি ২০২৩ ইং রোজ শুক্রবার অষ্টাবিংশ বুদ্ধ পুজা,সীবলীপুজা, উপগুপ্ত ভান্তে পুজা, পুজ্য স্পদ বন ভান্তে পরিনির্বাণ দিবস ভিক্ষু সংঘের জন্য ক্রয় কৃত গাড়ী দান এবং সাম্মাদিটঠি ফাউন্ডেশন এর ৫ম বারের মত প্রতিষ্টা বার্ষিকীর উপলক্ষে মহা পুর্ণ্যানুষ্ঠান আযোজন করেন।
অত্র মিলনপুর বনবিহারে এলাকায়বাসী বিহারে থাকা শ্রদ্বেয় শ্রদ্ধাতিশ্য মহাথেরো ভিক্ষু কে চাবি তুলে দেন মিলন পুর বনবিহারে সভাপতি ।
ধর্ম যার যার উৎসব সবার সকালে পর্ব বৌদ্ধ পতাকা উত্তোলনে মধ্যে দিয়ে শুরু হয় ত্রিরত্ন বন্দনা ও ভিক্ষু বন্দনা, ত্রিশরণ প্রার্থনাসহ, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিষ্কার দান, সংঘদান, বুদ্ধমুত্তি দান সহ নানাবিধ দান করা হয়। এতে ধর্মীয় অনুষ্ঠানে শিশু সহ সব বয়সী নারী -পুরুষ বৌদ্ধধর্মীলম্বীরা শত শত লোক সমাগম মহান পুর্ণ্যানুষ্ঠানে উৎসবে মেতে উঠেন পূণ্যর্থীরা ।
আজকের অনুষ্টানে প্রধান অতিথি রাঙ্গামাটির জেলা রাজবনবিহারে প্রধান ধর্ম গুরু শ্রাদ্ধেয় প্রজ্ঞালংকার মহাথেরো উপস্থিত আর অনন্যা বিহারে ভিক্ষু সংঘ উপস্থিত।