November 12, 2024, 7:36 am
রক্সী খান মাগুরা প্রতিনিধিঃমাগুরায় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠি বসুন্ধরা গ্রুপের এমডি এবং বাংলাদেশের জুয়েলারি সমিতি( বাজুস) এর সভাপতি সায়েম সোবহান আনভীরের জন্মদিন পালন করেছেন বাজুস মাগুরা জেলা শাখা।
বুধবার সন্ধ্যায় শহরের সোনাপট্টি নিউ জুয়েলার্সে কেক কেটে ও মিষ্টিমুখ করিয়ে এবং এক আনন্দঘন পরিবেশে সায়েম সোবহান আনভীরের জন্মদিন পালন করেছে বাজুস মাগুরা জেলা শাখার সদস্যরা।এসময় জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জুয়েলার্স ব্যবসায়ী ফারুক শিখদার,আরোব আলী,ইমদাদ খান,সুমন মিত্র,নাজমুল শিকদার, সাধন,গোফরান,সোহাগ,বিল্টু,
আতর আলী,তাপস দত্ত,আব্দুল রাজ্জাক প্রমুখ,অনুষ্ঠানে জুয়েলারি ব্যবসায়ী ফরুক শিকদার বলেন”আমি সায়েম সোবহান আনভীরের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং তিনি আরো বলেন বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরার এমডি বাংলাদেশের জুয়েলারি সমিতির সভাপতি হওয়াই বাংলাদেশের জুয়েলারি সমিতি ব্যপক উন্নয়ন হয়েছে এবং আগামীতেও উন্নয়ন হবে”
রক্সী খান
মাগুরা।