September 17, 2024, 1:48 am
মহেশপুর সংবাদদাতাঃ-
শান্তি শৃংখলা বজায় রাখতে ও হেযবুত তওহীদ ইসলাম ধর্ম সঠিক ভাবে মেনে চলার অঙ্গিকার বদ্ধে কোন হুজুগ,গুজব,সন্ত্রাস,সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ৩১ জানুয়ারী সকাল থেকে বিকাল পর্যন্ত ঝিনাইদহের মহেশপুরে হেযবুত তওহীদের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নুহু এর সভাপতিত্বে মহেশপুরে স্থাপিত জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ঝিনাইদহ জেলা শাখা হেযবুত তওহীদের আয়োজনে উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মাদ সেলিম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জনাব, শামসুজ্জামান মিলন। মাগুরা জেলা সভাপতি বি,এম শামীম, ঝিনাইদহ জেলা শাখার রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম। এসময় জেলা উপজেলা সহ বিভিন্ন জেলা থেকে আগত টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক গন সহ হেযবুত তওহীদের শত শত নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।