September 17, 2024, 2:41 am
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
এস আই শামীম হাসান শাজাহানপুর থানার ইতিহাসে একটি নাম। এই নামটি হয়তো যুগ যুগ ধরে শাজাহানপুরের মানুষ মনে রাখবে। এখনো মানুষের মুখে গল্প শোনা যায় এই পুলিশ অফিসার তাদের কত আপন ছিল। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি শাজাহানপুরের মানুষের এক প্রিয় নাম ছিল এস আই শামীম হাসান। আজও শাজাহানপুরের মানুষ ভালবেসে স্বীকার করে তার নাম। আমরুল ইউনিয়ন সহ পুরো থানা এলাকায় এস আই শামীম হাসান ছিল একটি আস্থার প্রতীক। মানুষের হৃদয় জয়কারী এই মেধাবী পুলিশ অফিসার শাজাহানপুরে চুরি, ডাকাতি দমন সহ মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি ছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার অকুতোভয় সৈনিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেন নি। দালাল, চাটুকার আর ভন্ডদের তিনি কঠোর হস্তে দমন করেছেন।যুবকদের আইডল এই পুলিশ অফিসার বর্তমানে নওগাঁ জেলার মান্দা থানায় কর্মরত আছেন। সেখানেও তিনি গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন জানা গেছে। শাজাহানপুরের মানুষের একটাই প্রার্থনা প্রিয় পুলিশ এস আই শামীম হাসান ভাল থাকুক।