November 5, 2024, 6:40 am
আলিফ হোসেন,
তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার গুরুতর অসুস্থ হয়ে নিজ বাড়িতে শয্যাসয়ী রয়েছেন। এদিকে ২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় স্থানীয় সাংসদের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক,তরুণ শিল্পপতি ও আগামির নেতৃত্ব আবুল বাসার সুজন অসুস্থ সোনীয়া সরদারকে দেখতে তার বাড়ি যান। এসময়ে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়ে তার রোগমুক্তি কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও রোকন সরকার প্রমুখ।