September 21, 2024, 4:18 am
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে কারিতাস আইসিডিপি প্রকল্পের দরিদ্র সিসিইউ সদস্যদের মধ্যে ৩০শে জানুয়ারি রোজ সোমবার সকাল ১০টা আর্থিক সহায়তা প্রদান করা হয়।কারিতাস সিসিইউ ফেডারেশনের সভাপতি মি:মংথিন জো এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আজাদুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার(সিডিও)মি:উচোমেন,সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।
আলোচনা শেষে দরিদ্র সি সি ইউ সদস্যদের ৪৮জনের মাঝে ২০০০ টাকা করে মোট ৯৬,০০০ হাজার টাকা প্রধান করা হয়।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি