September 21, 2024, 2:49 am
মোঃ রাসেল সরকার//
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় ও নাইন স্টার যুব সংঘের সার্বিক সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পথকলি রাগবি প্রতিযোগিতার ষষ্ঠ আসরে ৬টি দল নিয়ে পল্টন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে পল্টন ৪-১ পয়েন্টে কমলাপুরকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয়। অংশ নেয়া বাকি দলগুলো হলো : গুলিস্তান, মতিঝিল, আরামবাগ ও ওসমানী উদ্যান।
প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন পথকলি যুবক মাক্কু মিয়া (সরবত ব্যবসায়ী)। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, সোরওয়ার রকিব এবং নাইন স্টার যুব সংঘের সভাপতি আমান উল্লহ এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মিস্টার মার্টিন।