September 9, 2024, 5:20 pm
এম এ আলিম রিপন,নিজস্ব প্রতিবেদক সুজানগর(পাবনা)ঃ বাংলাদেশ স্কাউট পাবনার সুজানগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা পরিষদ হলরুমে এ কাউন্সিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিধান চন্দ্র ঘোষ ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম সভাপতি,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সহ সভাপতি এবং উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসার প্রধান শিক্ষক ও স্কাউটস শিক্ষকদের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শামছুল আলম কমিশনার, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আখতারুজ্জামান জর্জ সাধারণ সম্পাদক, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, সুজানগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হক ও ক্ষেতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন সহ সভাপতি এবং মালফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন কমিটির নেতৃত্বে সুজানগর উপজেলার স্কাউটিং কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা রাখেন ইউএনও মো.তরিকুল ইসলাম।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি