September 17, 2024, 3:06 am
রক্সী খান মাগুরা প্রতিনিধি – “বন্ধু মানেই ইচ্ছেগুলো এক ” এ শ্লোগান নিয়ে মাগুরায় এসএসসি ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, অলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর থেকে এ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পুনর্মিলনী আয়োজন কমিটির আহবায়ক মোঃ রাসেল রিমনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর মোঃ আব্দুল হাকিম, অধ্যক্ষ মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। বিশেষ অতিথি ছিলেন মোঃ জিয়াউল হাসান প্রধান শিক্ষক মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়, নির্মল কুমার জোয়াদ্দার প্রধান শিক্ষক মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আলোচনা শেষে প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও দিনব্যাপি খেলাধূলা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মাগুরা এসএসসি ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানে এসএসসি ৯৮ ব্যাচের ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।
রক্সী খান ,মাগুরা।