September 13, 2024, 7:07 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলার সীমান্ত এলাকার পাশ্ববর্তী ত্রিশাল উপজেলার বানিয়াধলা গ্রামের ওলি কুলের শিরোমণি, তৌহিদের বাদশা চামারা শেখ ফকির এর নাতি মরহুম ছমেদ আলী মুন্সীর সন্তান বর্তমান গদীনশীল পীর বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকির এর ৩৭ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭জানুয়ারী) রাত ১০ টায় ত্রিশাল উপজেলা কাঁঠাল ইউনিয়নের বানিয়াধলা গ্রামে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকির এর নিজ বাড়ীতে এই ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। ওরশ মাহফিল উপলক্ষে বিশাল বাউল সঙ্গীত অনুষ্ঠিত হলে এতে দেশবরেণ্য বাউল শিল্পীরা গান পরিবেশন করেন।
ওরস মাহফিল উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরেও বাউল গানের আয়োজন করে ওরশ মাহফিল কমিটি। ওরশ কমিটির সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকী আলম,ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রমজান আলী,জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সদস্য ভাবখালী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা সাংবাদিক আরিফ রববানী, জাতীয় শ্রমিকলীগ সদর উপজেলা শাখার সদস্য আল আমিন, ভাবখালী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব জসিম উদ্দিন প্রমুখ।
ওরশ কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মেম্বারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওরশ কমিটির ,সাধারণ সম্পাদক হাইজুল মিয়া,সহ-সভাপতি অজিত মিয়া,প্রচার সম্পাদক সাদেক মিয়া,কোষাধ্যক্ষ শহিদ মিয়া,সদস্য বীরমুক্তিযোদ্ধা কলিম উদ্দিন, রুহুল আমিন,আদিল মিয়া,হেলাল উদ্দিন, রতন মেকার,শফিকুল ইসলাম ফকির সহ সকল সদস্য এবং বিভিন্ন এলাকা থেকে আগত বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকির এর মুরিদ ভক্ত ও আশেকানবৃন্দ।