September 10, 2024, 7:43 am
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুগাঁওয়ের হরিপুরে মাদ্রাসা ও এতিমখানার অসহায় ছাত্র/ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেন “কৈশোর নিরাপত্তা ও সমাজ সেবা সংগঠন”। বকুয়া দাখিল মাদ্রাসায় ও বকুয়া রাজিউর রহমান রাজু চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান এম. ডি. মাসুদ রানার উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, বকুয়া দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম, মজিবুর রহমান মন্টু চৌধুরী, সংগঠনের অন্যতম সদস্য শেখ রাসেল,সদস্য দবিরুল ইসলাম, মাহির ফয়সাল মুন্না, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান এম. ডি. মাসুদ রানা বলেন, “কৈশোর নিরাপত্তা ও সমাজ সেবা সংগঠন ” অসহায় ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সহযোগিতা করে এসেছে এবং ভবিষ্যতে ও তা অব্যাহত থাকবে। লেখা পড়া চালিয়ে যেতে কোন ছাত্রছাত্রীর অসুবিধা হলে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা সেই শিক্ষা অর্জন কর যে শিক্ষার মাধ্যমে তোমাদের নৈতিকতা ও মূল্যবোধের উন্নতি ঘটে এবং যা তোমার পিতা-মাতা, পরিবার ও সমাজের জন্য কল্যাণকর।