September 21, 2024, 2:17 am
মোঃ সেলিম মিয়া ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া নব নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২১ জন সহকারী শিক্ষককে আনুষ্ঠনিকভাবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ওই শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কামাল আজাদ। প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম । সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ বেগম, নজরুল ইসলাম, ফারাহ নাজ পাঠান, নাসিমা খাতুন প্রমুখ। পরে সকল শিক্ষককে একটি করে রজনীগন্ধা ষ্টিক উপহার দেওয়া হয়।