September 10, 2024, 4:49 pm
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে ধান ভর্তি ট্রাকের ধাক্কায় রাশেদুল (২৮) ও আসাদ (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার ২৫ জানুয়ারী বিকাল ৫ টার সময় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এনামুল ফিলিং স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ শহরের শাহাপাড়ার মৃত সিরাজের ছেলে ও রাশেদুল নিশ্চিন্তপুর এলাকার জবেদ আলীর ছেলে বলে তথ্য পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়,বুধবার বিকেলে মোটরসাইকেলে ওই দুই জন ঠাকুরগাঁও শহর থেকে এনামুল ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যাচ্ছিল। পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে অর্থাৎ পঞ্চগড়ের দিক থেকে আসা ঢাকাগামী একটি ধান বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্য (ওসি) কামাল হোসেন দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং ট্রাকটিকেও আটক করে থানায় নেওয়া হয়েছে।
গৌতম চন্দ্র বর্মন
ঠাকুরগাঁও