September 10, 2024, 8:36 am
মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক বর্তমান দিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক সাখাওয়াত হোসেন মানিকের উপর হামলাকারীরা এখনো গ্রেফতার হয়নি, অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়।
মুন্সীগঞ্জ শহরের ডিসি অফিসের সামনে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব, মুন্সীগঞ্জ প্রেসক্লাব ও উত্তর ইসলামপুর এলাকাবাসীসহ তার পরিবার এর শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করে ।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম মোল্লা, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ গোলজার হোসেন।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন মামলার বাদী জজ মিয়া সহ পরিবারের অনন্য ব্যক্তিবর্গ।