September 21, 2024, 3:58 am
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
ভূমি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা পেয়েছেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড)জাকির হোসাইন। টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করে।
ভূমি ব্যবস্থাপনায় মধুপুরের এসিল্যান্ড জাকির হোসাইন গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ সম্মাননা পেয়েছেন। ভূমি সেবা সহজিকরণ এবং সচ্ছতার সাথে সেবা প্রদান স্বীকৃতি স্বরূপ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হন। পরে রবিবার(২২ জানুয়ারী)ইং জেলা মাসিক রাজস্ব সম্মেলনে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার তার হতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ২৩ জানুয়ারি এসিল্যান্ডের কার্যালয়ে মধুপুর কর্মরত ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড) জাকির হোসাইন জানান, মধুপুরে যোগদানের পর থেকে ভূমি অফিসে জমি থাকা কাজগুলো তার আওতাধিন জনবল নিয়ে স্বল্প সময়ে স্বচ্ছতার সাথে সম্পাদন করার চেষ্টা করেছেন। এ কাজে তার সহকর্মীরা তাকে সহযোগিতা করেছে। তিনি বলেন, এ পুরুস্কার প্রাপ্তি শুধু তার একার নয়, তার সহকর্মীদেরও রয়েছে।