November 12, 2024, 6:50 am
রওশন আরা পারভীন শিলা, নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁ জেলায় চলতি ২০২-২০২৩ আর্থিক বছরে অর্পিত সম্পত্তি লীজ মানি বাবদ বিগত ৬ মাসে আদায় হয়েছে ৫ কোটি ৮৬ লক্ষ ৮শ ২২ টাকা। গত ১ জুলাই’২০২২ থেকে ৩১ ডিসেম্বর’২০২২ পর্যন্ত সময় উল্লেখিত পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। এ বছর আদায়ের লক্ষমাত্রা রয়েছে ৮ কোটি ১০ লক্ষ ২০ হাজার ১২০ টাকা। নওগাঁ’র অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে বলেছেন নওগাঁ জেলার মানুষ সংশ্লিষ্ট ক্ষেত্রে রাজস্ব প্রদানে খুবই আগ্রহী।
জেলায় মাস ভিত্তিক অর্পিত সম্পত্তির লীজ মানি বাবাদ রাজস্ব আদায়ের পরিমাণ হচ্ছে জুলাই’২২ মাসে ৬ লক্ষ ২৬ হাজার ৭৫০ টাকা, অগষ্ট’২০২২ মাসে ৮১ লক্ষ ১৫ হাজার ৩৭ টাকা, সেপ্টেম্বর’২২ মাসে ৯০ লক্ষ ১৪ হাজার ১৪ টাকা, অক্টোবর’২২ মাসে ১ কোটি ১ লক্ষ ৯৮ হাজার ৪৯৮ টাকা, নভেম্বর’২২ মাসে ১ কোটি ১০ লক্ষ ৫ হাজার ২৩৫ টাক্ াএবং ডিসেম্বর’২২ মাসে ১ কোটি ১৯ লক্ষ ১ হাজার ৮শ ২২ টাকা।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায় প্রত্যাশা যেহেতু প্রথম ৬ মাসে করছেন ধার্যকৃত লক্ষমাত্রার অর্ধেকের চেয়ে বেশী রাজস্ব আদায় হয়েছে, আগামী ৬ মাসে বাঁকী রাজস্ব আদায় সম্ভব হবে।#