September 21, 2024, 2:12 am
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ২০২২-২৩ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘গ্রামীন মাটির রাস্তা সমুহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি)করণ’ প্রকল্পের আওতায় গ্রামীন রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বাস্তবায়নে ৬০ লক্ষ টাকা ব্যয়ে ২১ জানুয়ারী দুপুর ১২ টায় উপজেলার জাহানপুর ইউপির সাহাপুর রফিকের মোড় হতে আড়ানগর গোলারঘাট ব্রীজ অভিমুখে ফলোক উন্মোচনের মাধ্যমে এইচবিবি করণ নির্মান কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উদ্বোধন শেষে জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুইসার রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম.পি শহীদুজ্জামান সরকার বলেন, ‘আগামী নির্বাচনেও জনগণ শেখ হাসিনার বিকল্প কাউকে দেখছেননা, কারণ ঘর থেকে বের হলেই শেখ হাসিনার উন্নয়ন ও অনুদান সর্বত্র দৃশ্যমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলালীগ সভানেত্রী আনজুয়ারা বেগম, প্যানেল মেয়র মেহেদী হাসান, ইউপি সদস্য হামিদুল ইসলাম, আল মামুন, আমিনা বেগম কতুরী, উপজেলা ছাত্রলীগ নেতা কল্লোল হাসান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।