September 17, 2024, 4:10 pm
বি এম মনির হোসেনঃ-
পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকার নাওডোবা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সাথে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মঙ্গলবার ভোর রাতে নিহত আগৈলঝাড়ার সাংবাদিক মাসুদ রানা পান্নু (৩৭) এর দাফন তাঁর গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। ওই সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মাসুদ রানা পান্নুসহ ৬জন ঘটনাস্থলেই নিহত হয়।
১৭ জানুয়ারি মঙ্গলবার বাদ মাগরিব আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের (বড় বাশাইল) লখারমাটিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজ শেষে মরহুম পান্নুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি রাজিব ইসলাম তারীম, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি ইত্তিকার তালুকদার, মোঃ শোভনুর রহমান মনির, যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল, ছাত্র লীগ নেতা মাহামুদুর রহমান সাগর, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার,রাজিহার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়াড মেম্বার মোঃ হবুল ঘরামী, মোঃ রানা মিয়া, রবিউল ইসলাম নবি,মোঃ সেলিম মোল্লা,জি এম সজিব ছাড়াও বরিশাল, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার মুসল্লীগন। পরে পান্নুর লাশ লখারমাটিয়া গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নিহত সাংবাদিক পান্নু আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের বাসিন্দা ও দৈনিক নবচেতনার বরিশাল ব্যুরো প্রধান ও নিউজ পোর্টাল বিডিবুলেটিনের বার্তা সম্পাদক, নিউজ পোর্টাল দক্ষিণ বাংলা’র সম্পাদনার দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে পান্নু স্ত্রী মালা লাখাইন, মা-বাবা, এক ভাই, এক বোন, আত্মীয়-স্বজনসহ অগনিত বন্ধু-বান্ধবসহ ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানাজার নামাজ পরিচালনা করেন হাফেজ মোঃ শাহাবুদ্দিন হাওলাদার।