September 20, 2024, 1:27 am
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়ায় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন এন্টি নেটাল কেয়ার(এএনসি) কার্ড নিতে চিকিৎসককে নগদ টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছে। উপজেলার ভজনপুর ডাঙ্গাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক (এফডব্লিউভি) রোকশানা বেগমের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, চেকাপ ছাড়াই টাকার বিনিময়ে মিলে এন্টি নেটাল কেয়ার (এএনসি) কার্র্ড। ওই অফিসের আয়া এবং এফডব্লিউভি রোকশানা বেগম মিলে এএনসি কার্ড প্রদানে প্রত্যেকের কাছ থেকে ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত আদায় করেন। রোববার (১৫ জানুয়ারি) থেকে এই টাকা লেনদেনের ঘটনা ঘটে আসছে। আরোও জানা যায়, উপজেলার প্রায় কেন্দ্রে এধরণের ঘটনা ঘটছে এবং যাদের দুই এর অধিক ছেলে-মেয়ে রয়েছে তাঁরাও মা ও শিশু কর্মসূচির আওতায় আবেদন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ডাঙ্গাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা কয়েকজন মহিলা বলেন, আমরা কার্ড নিতে আসছি। কার্ড নিতে অনেকের হাতে টাকা দেখা যাচ্ছে। আমাদেরকেও টাকা দিতে হবে। এদিকে ঘটনার পরের দিন সোমবার (১৬ জানুয়ারি) সকালে ভজনপুর পুরাতন পরিষদের সামনে ডিজিটাল সেন্টারে অনলাইন করতে আসা গিতালগছ গ্রামের এক মহিলা জানান, টাকা নিতে বলে নিষেধ আছে। তবুও আমার কাছ থেকে ১৫০টাকা নিয়েছে, ১০০টাকা দিলে রাগ করে, বলেন এত লেখালেখি করে দিচ্ছি ১০০ টাকা কোন বিবেকে দেন।
এ বিষয়ে ওই কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক (এফডব্লিউভি) রোকশানা বেগম ও ওই অফিসের আয়া বলেন, রোববার সকাল থেকেই ৮/১০জন সেবা গ্রহনকারী মহিলার কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে আদায় করেছেন। পরে সাংবাদিক পরিচয় জানতে পেরে সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মা ও শিশু কর্মসূচির আওতায় আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ৪-৬মাসের গর্ভাবস্থায় এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা/পরিবার পরিকল্পনা প্রদত্ত এএনসি কার্ড থাকতে হবে। একজন আবেদনকারীকে অনলাইনে আবেদন প্রতিমাসের ১-২০ তারিখের মধ্যেই করতে হবে।
এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায় বলেন, গর্ভকালীন এন্টি নেটাল কেয়ার(এএনসি) কার্ড প্রদানে টাকা আদায় সম্পূর্ণ অবৈধ। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন জানিয়েছেন।