September 10, 2024, 7:49 am
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে তারাকান্দা বকশীমূল সরকারি উচ্চ বিদ্যালয়ের
মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচনার আয়োজন করা হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গৃহায়ণ গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ এমপির উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত না থাকায় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি সমাপ্ত হয় ।
এর আগে উপজেলা বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী অ্যাথলেটিকস প্রতিযোগিদের সাথে ওই মাঠেই মুক্ত আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত।
এ সময় তারাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তারাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা গত ১৪ ও ১৫ জানুয়ারী উপজেলার ১০টি ইউনিয়নের ৪ টি স্পটে প্রাথমিক বাছাই শেষে ১৬ জানুয়ারি তারাকান্দা বকশীমূল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকটি ইভেন্টে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রেণি ভিত্তিক দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা `ক’ গ্রুপে এবং ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ‘খ’ গ্রুপে হয়ে অংশ নিবে এই প্রতিযোগিতায়। `ক’ গ্রুপে ছাত্র-ছাত্রীরা ১০০ ও ২০০ মিটার দৌড়, হাই জাম্প ও লং জাম্পে অংশ নেয় শিক্ষার্থীরা। `ক’ গ্রুপে ছাত্র-ছাত্রীরা প্রতিদ্বন্ধিতা করেছে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌঁড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ, শট পুট, ডিসকাস থ্রো এবং ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে।