September 10, 2024, 6:21 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে কনকনে শীত আর হিমেল বাতাসের ফলে শীতের প্রাদুর্ভাব বেড়েছে কয়েকগুণ । এই পরিস্থিতিতে কম্বল নিয়ে অসহায়-দুস্থ ও শীতার্তদের দুয়ারে দুয়ারে ছুটছেন উপজেলার খাগডহর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক।
শনিবার ১৪জানুয়ারী সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত খাগডহর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল বর্তমান সরকারের মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে গরীব অসহায় মানুষের জন্য উপহারের ২০০ এবং তার ব্যক্তিগত উদ্যোগে ৭০ পিছ মোট ২৭০ টি কম্বল ইউনিয়নের বিভিন্ন গ্রামে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন।
তাছাড়াও বিভিন্ন ওয়ার্ডের মেম্বারদের মাধ্যমেও শীতার্তদের বাড়ি বাড়ি কম্বল পৌঁছে দিচ্ছেন তিনি। আর এসব কম্বল পেয়ে খুশিতে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন অসহায় শীতার্ত মানুষেরা।
এ বিষয়ে চেয়ারম্যান একরামুল হক বলেন, সরকারি ও ব্যক্তিগতভাবে কম্বল বিতরণের পর দিন দিন শীতের প্রাদুর্ভাব বাড়ছে। এর ফলে ইউনিয়নের নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে নিজেই কম্বল কিনে অসহায়দের গায়ে তুলে দিতে পেরে অনেক ভালো লাগছে। এই শীতে মানুষের কল্যাণের কথা চিন্তা করে হলেও মানবিক হয়ে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদেরকেও এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।