September 1, 2025, 7:48 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আশরাফুল ইসলাম নামে এক ব্যাক্তির বসতবাড়িতে জমি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে জোর পূর্বক জমি দখলের চেষ্টা ও মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের ৩ জন আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এর মধ্যে আশরাফুলের স্ত্রী লাইলি বেগমের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছে চিকিৎসক।
আহতরা হলেন, আশরাফুল ইসলামের স্ত্রী লাইলি বেগম, বাবা আবুল কাশেম ও ভাই রিপন ইসলাম।
গত ৮ জানুয়ারি রোববার জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের পূর্ব ভাউলাগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি গত ৯ জানুয়ারি সোমবার পঞ্চগড়ের বিজ্ঞ আমলী আদালত-২ এ একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জয়নুল ইসলামকে প্রধান আসামীসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এস.এ রেকর্ডীয় মালিক সামসুদোজার কাছ থেকে দুটি দলিলে ১৯৮৬ সালে ২৪ শতক জমি ক্রয় করে আশরাফুলের বাবা আবুল কাশেম। দীর্ঘদিন যাবৎ বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। এর মাঝে চলতি বছরের গত ৮ জানুয়ারি সকাল সাড়ে ১১টার সময় জয়নুল ইসলাম তার ১৩জন সহযোগীকে নিয়ে হঠাৎ আশরাফুলের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। হামলাকারী জয়নুল ও তার সহযোগীরা বাড়িতে প্রবেশ করে আশরাফুলের উপস্থিতিতে বসতবাড়ি ভাংচুর করে। এসময় পরিবারটি তাদের বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এবং বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেয়। এতে ভুক্তভোগী পরিবারটির তিন জন সদস্য গুরুত্বর আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। তবে ঘটনার সময় পরিবারের লোকজন আহত হলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী পরিবারের মামলার বাদী আশরাফুল ইসলাম জানান, জয়নুলসহ তার সহযোগীদের হামলায় আমার বাড়িঘর ভাংচুর, গাছসহ বাড়িতে থাকা কয়েক লক্ষ টাকা লুট করে। আমরা এঘটনায় আদালতে মামলা দায়ের করেছি। আমাদের উপর হামলা ও টাকা লুটের ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করছি।
অভিযুক্ত জয়নুল ইসলাম জানান, স্কুলের শিক্ষার্থীরা স্কুল সময় মাঠে বল খেলছিল। একসময় বলটি তাদের বসতবাড়ির ভিতরে চলে যায়। এতে শিক্ষার্থীরা বল আনতে গেলে শিক্ষার্থীদের সাথে তাদের বাকবিতন্ডা হয়। তবে এই জমিটি স্কুলের। তারা যে অভিযোগ করছে সেটি ভিত্তিহিন।