September 10, 2024, 5:25 pm
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় মাঠ ভরা সরিষার সমারোহ, কৃষককে মুখে হাসি। মাঠে সবুজের মাঝে ফুটে আছে হলুদ সরিষার ফুল। শীতের হাওয়ায় ছড়িয়ে পড়েছে সুবাস। মধু আহরণে ফুলে ফুলে বসছে মৌমাছি সহ বিভিন্ন জাতীর প্রজাপতিরা।
দেখা যাচ্ছে মাঝেমধ্যে কোমলমতি শিশু সহ বিভিন্ন বয়সী নারী পুরুষরাও হলুদ ফুলের মধ্যে দাঁড়িয়ে, বসে আনন্দের সাথে মনোমুগ্ধকর হয়ে ছবি তুলতে ব্যস্ত থাকছেন।
উপজেলার কামার জগদইল গ্রামের শ্রী ভজেন বর্মনের ছেলে শ্রী বিশ্বনাথ বর্মন জানান এবছর ৪বিঘা জমিতে সরিষা চাষাবাদ করেছি।
তার মধ্যে এক বিঘি জমিতে কৃষি অফিস থেকে প্রদর্শনী দিয়েছে। ফুলগুলো বড় আকারের হয়েছে। প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেছে আছে। ফলন ভালো হবে আশা করছি। সরিষা তুলে ইরি ধান লাগানো।
কৃষ্ণপুর গ্রামের নজরুলের ছেলে আব্দুল কাদের জানান আমি ৫বিঘা জমিতে সরিষা বুনেছি, তবে মাঠের মধ্যে ভিন্ন ধরনের, সাদা ফুলের সরিষা।
যত্ন ভালো নিয়েছি ফলনো ভালো হবে ইনশাআল্লাহ।
এবং সময়মত সরিষা তুলে বিক্রি করে যদি ভালো দাম পাই, সেই টাকা দিয়ে ওই জমিতে আবারো ইরি, বোরো ধান চাষাবাদ করতে পারব। এবং সংসারের তেলের ঘাটতি মেটাতেও আগ্রহ করে সরিষা আবাদ করেছি।
সরেজমিনে গিয়ে যতদুর চোখ যায় শুধু হলুদে সমারোহ, বাতাসে দোল খাচ্ছে ফুল। দেখে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে।
আবহাওয়া অনুকূলে থাকলে
ফলন ভালো হবে এবং বাজারে দামও ভালো আছ এ আশায় বুক বাঁধছেন কৃষকরা।
চলতি মৌসুমে নাচোল উপজেলায রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষাবাদ দেখা গেছে এবং কৃষি অফিস সূত্রে জানা গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর জানান চলতি মৌসুমে লক্ষ্য মাত্রা ছিল ৮-হাজার১শত হেক্টর। কিন্তু লক্ষ্য মাত্রা ছড়িয়ে ২হাজার ৭শত ৬৫ হেক্টর জমিতে বেশি চাষাবাদ হয়েছে।
বাংলাদেশ সরকার কৃষক বান্ধব সরকার।
এবছর নাচোল উপজেলায় ৫হাজার ৭শত ৫০জন কৃষককে প্রনোদনা দেওয়া হয়েছে।
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওয়াতায় ৪০জন ও রাজস্ব আওয়াতায় ১২০জন এবং ৮শত ২৩জন কৃষককে ফালোআপ প্রদর্শনী দেওয়া হয়েছে।
এবছর বিঘাপ্রাতি সাড়ে ৪-থেকে ৫ মণ ফলণ হতে পারে ধারণা করা হচ্ছে।