March 25, 2025, 8:55 pm
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারী বেলা ১১ টায় ধামইরহাট ভবনে উপজেলা ও পৌর মানবাধিকার কমিশনের যৌথ উদ্যোগে আলোচনা সভায় শতাধিক বয়স্ক দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। মানবাধিকার কমিশন ধামইরহাট উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, প্রধান শিক্ষক আফজাল হোসেন, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি কাউন্সিলর আমজাদ হোসেন, সম্পাদক আবু সুফিয়ান হোসাইন, সিনিয়র সাংবাদিক এম এ মালেকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আবুল বয়ান ,
ধামইরহাট, নওগাঁ।