September 17, 2024, 1:31 am
মিঠুন সাহা ,খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি বাজার চালু করার লক্ষে এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০ টার সময় উল্টাছড়ি বাজার এলাকায় মোঃ আবু তাহেরের সভাপতিত্বে এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দের সম্মিলিত আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সমির দত্ত চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, উপজেলা বিএনপি-র সভাপতি বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুর মোহাম্মদ, বাদশা কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রেস ক্লাবের সভাপতি জয় নাথ দেব, উপজেলা যুবলীগের সভাপতি আল-আমিন, জহুর আলী কন্টাক্টর সহ স্থানীয় নেতৃবৃন্ধ ও উপজেলার বিভিন্ন গ্রামের পাহাড়ি বাংগালী দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য ,বাজার ফান্ড খাগড়াছড়ির অনুমোদিত উল্টাছড়ি বাজারটি ১৯৮০-৮১ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৬ সালে পার্বত্য বিরাজমান পরিস্থিতির কারনে বন্ধ হওয়ায় তা পুনরায় চালু করনে সকলের সহযোগীতা কামনা করা হয়।