August 28, 2025, 9:20 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সেলিম রেজা হাবিবের নে-তৃত্বে বি-শাল গ-ণমিছিল তাঁতিবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদা-য় সংবর্ধনা অনুষ্ঠিত দোয়ারাবাজার সীমান্তে ৬ রা-উন্ড গু-লিসহ বি-দেশি রি-ভলবার উ-দ্ধার গোদাগাড়ীতে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভি-ভাবকদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত শারীরিকভাবে অ-ক্ষম ব্যক্তিকে ভ্যানগাড়ি ও বিক্রয়ের জন্য মালা-মাল দিলেন ইউএনও ফয়সাল নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে-ফতার নড়াইলে ইয়া-বা ট্যাবলেটসহ দুইজন গ্রে-ফতার আনসার কোম্পানিতে নতুন প্রাণের সঞ্চার : প্রশি-ক্ষণ ও সং-স্কারে দেশসেবার অ-ঙ্গীকার ঐতিহাসিক পাকুড়িয়া গণহ-ত্যা দিবস উদযাপন প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হা-মলার ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের নি-ন্দা
প্রতিবন্ধীর জায়গায় ঘর তুলতে বাঁধা দেয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

প্রতিবন্ধীর জায়গায় ঘর তুলতে বাঁধা দেয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

হাফিজুর রহমান,
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিবন্ধির নিজ জমিতে ঘর তুলতে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আদালতে ১৪৪ ধারা মামলা দায়ের করেছেন ওই প্রতিবন্ধী।

ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধি মো. শাহ-আলম উপজেলার বালিভদ্র ইউনিয়নের কাকনিআটা গ্রামের মো. ওসমান গণির ছেলে। আর অভিযুক্ত ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম, তাঁর ভাই নান্নু ও মঞ্জু মিয়া গংরা।

এদিকে ধনবাড়ী থানার এসআই রফিকুল ইসলাম গতকাল শুক্রবার তদন্তে গিয়ে স্থানীয়দের কথা শুনে এসেছে এবং তাঁরা জানান জায়গাটি ক্রয় সূত্রে মালিক ওই প্রতিবন্ধি।

মামলার বিবরণ ও স্থানীয়রা জানান, উপজেলার বাগুয়া মৌজায় ৮৯৫ ও ৮৯৬ নং দাগের নিচু জমিটি প্রতিবন্ধির বাবা ক্রয় করে। একাংশ অংশ ভরাট করে চাষাবাদ শুরু করে এবং ২০ বছর পূর্বেই ঘর নির্মাণ করে। বাকি অংশ ভরাট করে বাড়ি নির্মাণ করতে গেলে ইউপি সদস্যের পরিবার বাঁধা দেয়।

একই মৌজার ১১২০ ও ১১২১ নং দাগে ১০ শতাংশ জমিটি অভিযুক্তরা ৫০ বছরে আগে ক্রয় করে। সেখানে তাঁরা বাড়ি করে রেকর্ড করে নেন। কিন্তু প্রতিবন্ধির ওই দাগে চক্রান্ত করে মেম্বার বাঁধা দেন এবং প্রতিবন্ধি পরিবারকে হামলা চালিয়ে আহত করে।

এলাকাবাসী শালীসি বৈঠক বসালে সাবেক পৌর মেয়র মুঞ্জুরুল ইসলাম তপনের উপস্থিতে মুচলেকা দেন এবং ৭ ধারা মামলাতেও মুচলেকা দিয়ে অভিযুক্তরা ছাড়া পান। কিন্তু বর্তমানে আবারও নানা ধরনের হুমকী দিয়ে আসছে প্রতিবন্ধি পরিবারকে।

জমি দাতার ছেলে মোজাম্মেল হোসন বলেন, ‘ক্রয় সূত্রে জমির মালিক শাহ-আলম। জানতে চাইলে ওই ইউপি সদস্য বলেন, ‘তাঁরা মুচালিকা দিয়ে ছাড়া পান।’

শাহ-আলম বলেন, ‘জমি পৈতৃক ও ক্রয় করা। ক্ষমতার অপব্যবহার করে বাঁধা দেন তাঁরা। এর সুষ্ঠু প্রতিকার চাই।’

সবেক পৌর মেয়র মুঞ্জুরুল ইসলাম তপন বলেন, ‘জমিগুলো ওই প্রতিবন্ধির ও সকল কাগজপত্র সঠিক।’

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD