September 9, 2024, 7:10 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে পড়ে আব্দুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে আব্দুল্লাহ বসত বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করার একপর্যায়ে সবার অজান্তে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। এসময় শিশু আব্দুল্লাহকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশেপাশের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার লোকজন।
শ্রীপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেন।