March 23, 2023, 10:31 am
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা সমাজসেবার তত্ত্ববধানে পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা “উপজেলা রোগী কল্যাণ সমিতি” তিন বছরের মেয়াদের জন্য ২০ ডিসেম্বর অনুমোদন করেছেন বরিশাল জেলা সমাজসেবার উপ-পরিচালক আল মামুন তালুকদার।
সমিতির ১৫ সদস্যের কমিটির সভাপতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ আবুল খায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, সহ-সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, মেডিক্যাল অফিসার ডাক্তার ফাহিম আরিফ, সহ-সাধারণ সম্পাদক উপজেলা সহ সমাজসেবা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র সাংবাদিক ও উন্নয়ন কর্মী এস মিজানুল ইসলাম, কোষাধ্যক্ষ ডাক্তার অনিক নিলয় দে, সদস্যরা হলেন এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সামসুল আলম মল্লিক, অধ্যাপক মোঃ জাকির হোসেন, মোঃ জোবায়ের আহমেদ, মোঃ সজল চৌধুরী, মু. মুনতাকিম লস্কর এবং মোঃ হায়দার আলী। অনুমোদন পত্রে বলা হয়েছে এ কমিটি আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।#