February 15, 2025, 4:58 pm
নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ৭ জানুয়ারী ঢাকা গুলিস্থানে সকাল ৯টা অনুষ্টিতব্য বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যেগে সুফীবাদী শান্তি প্রিয় জনতার পক্ষে ৫ দফা দাবী আদায়ের লক্ষে মাওলানা এম এ মতিনের আহবানে মহা সমাবেশ সফল করতে সাবেক কেন্দ্রীয় সেনা নেতা এম. বেলাল উদ্দিন আলমদার এর নেতৃ্ত্বে পটিয়ায় বিভিন্ন স্থানে ব্যাপক প্রচারনা চালানো হয়।এসময়
উপস্থিত ছিলেনখোরশেদুল ইসলাম চৌধুরী,ইয়াছিন আরাফাত,সাইফুদ্দিন আলমদার,হান্নান আলমদার,হাছানুল করিম আলমদার,এনাম আলমদার,রায়হান আলমদার, মিজান আলমদার,রিদুয়ান আলমদার,আহমদ হোসেন সাকিব,ওমর ফারুক আলমদার,আব্দুল খালেক,দ্বীন ইসলাম প্রমূখ। এসময় বক্তারা বলেন, আসন্ন ৭ জানুয়ারী ঢাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহা সমাবেশ কে সফল করার জন্য গোটা বাংলাদেশের সম্মানীত পীর মাশায়েখ,ওলামায়ে কেরাম,শান্তি প্রিয় জনতাকে উপস্থিত হয়ে সুন্নীয়তে ব্হ্ত্তর মহা জাগরনের ইতিহাসের সাক্ষী হতে উদাত্ত আহবান জানান।