January 21, 2025, 12:59 pm
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
বাংলাদেশ পুলিশ এর পক্ষ থেকে জয়পুুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জয়পুুরহাট জেলার সর্বস্থরের জনসাধারনসহ দেশের সকল গণমাধ্যমকর্মী, শিক্ষক, সমাজকর্মী,দেশ ও প্রবাসে বসবাসরত সকল পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন-শুভাকাঙ্খী সহ সকল কে ২০২৩ সাল ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় জয়পুুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম প্রতিবেদকের মাধ্যমে বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক ।
আগামী বছর হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্বার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। দেশে ও বিদেশে বাংলাদেশ এর উজ্জ্বল ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলার প্রতিটি জনগণ। জননেত্রী শেখ হাসিনার শাণিত নেতৃত্বে আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালী হয়ে সোনার বাংলা গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এটাই হোক আমাদের নতুন বছরের প্রত্যাশা।
পুরাতন বছরের দুঃখ,হতাশা ভুলে সারাদেশে আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন । সকলকে নতুন বছরের শুভেচ্ছা।
“শুভ ইংরেজি নববর্ষ “
শুভেচ্ছান্তে:-মোহাম্মদ নূরে আলম
পুলিশ সুপার
জয়পুুরহাট জেলা পুলিশ,জয়পুুরহাট।