February 15, 2025, 7:21 am
সুনামগঞ্জ প্রতিনিধি ঃ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ই জানুয়ারি। এ লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেছে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব।
শুক্রবার (৩০ ডিসেম্বর ) বিকেলে সংগঠনের পৌর বিপনি কার্যালয়ে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের জরুরি সভায় সকল সংবাদ কর্মীদের সিদ্ধান্ত ক্রমে পাঁচ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়।
একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালামকে আহবায়ক ও দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামলকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন দৈনিক সোনালি খবর জেলা প্রতিনিধি মোঃ ফরিদ মিয়া, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, দৈনিক সুনামগঞ্জের সময় স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ১০তম সাধারণ সভা এবং ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য নির্বাচন যথাক্রমে ২০২৩ সালের জানুয়ারি মাসের ১৫ জানুয়ারি শহীদ জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী দুই বছর মেয়াদি নতুন কমিটি (২০২৩-২৪) নির্বাচনের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির সিদ্ধান্ত ক্রমে নির্বাচন কমিশন গঠন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন দি বাংলাদেশ টুডে ও দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি একে মিলন আহমেদ, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মোঃ আফজাল হোসেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এমরান হোসেন, দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম, দৈনিক বিজয়ের কন্ঠ জেলা প্রতিনিধি আব্দুস শহিদ, দৈনিক সংবাদ সারা বেলা প্রতিনিধি শাওন, দৈনিক সিলেট এক্সপ্রেস জেলা রিংকু চৌধুরী, দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সজীব, সীমান্ত নিউজ স্টাফ রিপোর্টার জাকারিয়া হোসেন প্রমুখ।